হানিফ সংকেত সুস্থ আছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন

নিউজ ডেস্ক :- হানিফ সংকেত সুস্থ আছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। 


হঠাৎ তার কাছের মানুষদের কাছ থেকে নিজের মৃত্যু সংবাদ শুনে বিরক্ত ও বিব্রত তিনি ।


কে বা কারা টিকটকের একটা ভিডিও কাস্টমাইজ করে তার মৃত্যুর খবর বানিয়েছে ! তাকে অচিরেই আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে .. 

এরই ভেতরে - সাইবার ক্রাইমে বিষয়টা সংকেত দা জানিয়েছেন । তারা ব্যবস্থাও নিচ্ছেন।


আর গণমাধ্যম সহ সকল ফেসবুক ইউজারকে বলতে চাই এটুকুই -

কারও মৃত্যু সংবাদে আপনার শোক জানাতে একটু সময় নিন। যাচাই বাছাই করুন। এটা কোনো প্রতিযোগিতা নয় !


কারন এসব প্রপাকান্ডে ঐ ব্যক্তির আত্মীয় স্বজনরা উদ্বিগ্ন হয়ে যায়। হঠাৎ এসব খবরে কোনো দূর্ঘটনাও হতে পারে। সেই ক্ষতি আপনারা কল্পনাও করতে পারেন না !


এর আগে এই গনমাধ্যম নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর আগেই ১১ বার মেরে ফেলেছিল ।

এটিএম শামসুজ্জামানকে ১৬ বার মেরে ফেলেছে ভুয়া খবর দিয়ে ॥

এসব বিকৃত চর্চা বন্ধ হওয়া উচিত ।

আল্লাহ সবাইকে 

সুস্থ বিবেচনা 

শুভবোধ - বুদ্ধি দিক ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24