সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেয়ায় মূল ফটক ভাংচুর করেছে দর্শনার্থীরা

রাকিবুল ইসলাম সোহাগঃ- সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেয়ায় মূল ফটক ভাংচুর করেছে আগত কয়েক শতাধিক দর্শনার্থী।

 ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটার দিকে নবীনগর এলাকায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। এ সময় দর্শনার্থীদের হামলায় পুলিশ সদস্যসহ অন্তত সাত জন আহত হয়েছেন। আহতরা হলেন, আনসার সদস্য জহিরুল, আলমগীর, মোশারফ, পুলিশ সদস্য শামীম ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা টুটুল, দেলোয়ারসহ বেশ কয়েক জন। সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে জাতীয় স্মৃতিসৌধ অনেক দিন যাবত বন্ধ রয়েছে। এদিন বিকেলে কয়েক শতাধিক দর্শনার্থী ভেতরের প্রবেশের জন্য মূল ফটকের সামনে অবস্থান করছিল। এ সময় তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দেয়ায় সেখানে উপস্থিত এক সাংবাদিক উস্কানি দেয়। পরে তাদের মধ্যে একাংশ স্মৃতিসৌধের মূল ফটক ভাংচুর চালিয়ে কর্তব্যরত পুলিশ, আনসার ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের মারধর করে ভেতরে প্রবেশ করে।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০