শরণখোলায় ওসির পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি,,,,,



মোঃ মোশাররফ হোসেন মনির 

স্টাফ রিপোর্টার


বাগেরহাটের শরনখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেনের পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি দিয়েছে শামিম হাসান সুজন নামের এক প্রতারক। 


সোমবার (২৩ মে) সন্ধ্যায় মোবাইল ফোনে দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার শরণখোলা প্রতিনিধি মোঃ সাব্বির হোসেনকে হুমকি দেয় ওই প্রতারক। এ ব্যপারে শরনখোলা থানায় অভিযোগ করেছেন ওই প্রতিনিধি। 


মোঃ সাব্বির হোসেন জানান, তিনি তার ফেইসবুক আইডিতে একটি ব্যক্তিগত পোষ্ট দেন। এরপর সুজন মোবাইল ফোনে নিজেকে শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন পরিচয় দিয়ে হুমকি দেন। ফোনে তাকে থানায় এনে শায়েস্তা করাসহ হাজত খাটানোর হুমকি এবং ওই পোষ্ট ডিলিট করে তার সাথে দেখা করার নির্দেশ দেয়।


পরদিন সকালে তিনি বিষয়টি প্রতারনা বুঝতে পেরে শরনখোলা থানায় গিয়ে ওসি মোঃ ইকরাম হোসেনের কাছে অভিযোগ দেন।


শরনখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, তিনি ওই প্রতারককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়া সবাইকে এব্যাপারে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24