কটিয়াদীতে সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১


মো:মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,


কিশোরগঞ্জের কটিয়াদীতে বেসরকারি টেলিভিশনের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভূবনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।


এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর পুলিশ হাদিউল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে। 


অভিযোগ সূত্র বলছে, গত বুধবার রাতে একটি ডাকাতি ও অপহরণ মামলার আসামিরা সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভূবনকে উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া মৌড়ে মোবাইল ফোনে ডেকে এনে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। পরে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে । এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা দায়ের করা হয়। 


আসামিরা হলেন নিশাদ মিয়া, আরফিন, হাসু মিয়া, হাদিউল ইসলাম ও দুলাল মিয়া। গত ২ মে মামলার তালিকাভুক্ত আসামি হাদিউল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন জানান, কিছু দিন পূর্বে অপর একটি ডাকাতি ও অপহরণ মামলার আসামি হাসু মিয়াকে পুলিশ গ্রেফতার করলে আমি থানায় তার ছবি উঠিয়ে ছিলাম। এ মামলা থেকে আসামিরা জামিনে এসে ক্ষীপ্ত হয়ে আমার উপর উপর হামলা চালিয়ে মারপিট করে টাকা ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোন ভেঙে ফেলে।


মামলাটির তদন্তকারী কর্মকর্তা কাজী মাহফুজ হাসান সিদ্দিকী গণমাধ্যমকে জানান, সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভূবনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কটিয়াদী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি হাদিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০