ময়মনসিংহ মহানগরের বয়ড়া বটতলা এলাকায় ছোট ভাইয়ের পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে বড় ভাই খুন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ মহনগরের বয়ড়া বটতলা এলাকার বাসিন্দা দুলাল মিয়ার বড় ছেলে রাকিবুল ইসলাম ঋতুর ছোট ভাই রনির কাছ থেকে ধার নেওয়া পাঁচশত টাকা চাওয়ার কারনে ঋতুর প্রাণ কেড়ে নিল সন্ত্রাসীরা।এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছে গত ২ মে সোমবার বাদ মাগরিব ।ঋতু কেন ছোট ভাই রনির পাওনা টাকা চাইতে গেল এতে ধারুণ ভাবে ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। সেই ঘটনার জের হিসেবে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ হিসেবে পরিকল্পিত ভাবে পৈশাচিক কায়দায় সন্ত্রাসীরা ঋতুকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে উল্লাস করেছে।
সরেজমিনে গিয়ে জানাযায় , রনির কাছ থেকে বেশ কিছুদিন পূর্বে তার বন্ধু পাঁচশত টাকা ধার নেয়। কিন্তুু ধারের টাকা ফেরত না দেওয়ায় তাদের সাথে কথা কাটা কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে ।
ঘটনাটি স্হানীয় কাউন্সিলর মোস্তফা কামালকে জানালে তিনি গত মার্চ মাসের ১৪ তারিখ বিচার করার আশ্বাস দিয়ে ঢাকা চলে যান। ঢাকা থেকে ফেরত এসেও আর বিচার করেননি।স্থানীয়দের ধারণা সঠিক বিচার হলে হয়তোবা ঋতুকে খুনের ঘটনা ঘটতোনা।
সন্ত্রাসীদের বিচার করার কথা থাকলেও শেষ পযন্ত কেন বিচার হয়নি এ নিয়েও নানান কানাঘুষা চলছে। কেন বিচার চাওয়া হলো, এতে খুনীচক্রটি চরমভাবে ক্ষিপ্ত হয়। এরই জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় গত ২ মে ইফতারের পর ঋতু বাড়ী থেকে বের হয়ে চুলকাটতে যাওয়ার পথে ধরে নিয়ে বয়ড়া সরকারী প্রাথমিক স্কুলে সামনে নির্মমভাবে প্রকাশ্যে ছুুরিকাঘাত করে ঋতুকে খুন করা হয়েছে।
খুনীরা ঋতুকে খুন করার পরিকল্পনা হিসেবে বটতলা প্রাইমারী স্কুলের ভেতর সাউন্ড বক্সে গান বাজাতে থাকে।ইফতার ও নামাজের পর ঋতুকে স্কুলে আটকিয়ে বেদম প্রহার করে ।
এক পর্যায়ে প্রাণে রক্ষা পাওয়ার জন্য সেখান থেকে দৌড়ে রাস্তায় এসে স্কুল গেইটের সামনে এক মোদির দোকানের সামনে চলে আসে। দোকানের সামনে খুনীরা ঋতুকে ধরে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে।
খুনের ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এর নির্দেশে ওসি তদন্ত ফারুক হোসেন এর নেতৃত্বে একটি টিম দ্রুত অভিযান চালিয়ে তিনজন আসামীকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা আসামীরা হচ্ছে সারোয়ার , রানা , রায়হান উদ্দিন।গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে । পুলিশ জানায় বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লাশ ময়না তদন্ত শেষে পুলিশ নিহত হতভাগা ঋতুর লাশ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার এশার নামাজের পর জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
নিহতের চাচা বেলাল মিয়া ও চাচাতো ভাই হায়াতুল ইসলাম এবং নিহতের বোন ও মা খুনীদের ফাঁসি দাবি করেছেন।
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষের মধ্যে এক অজানা আতংক ছড়িয়ে পড়ছে। অনেকে জানায় নিহত ঋতু ও তার ছোট ভাই ছাত্রলীগের কর্মী। আর খুনি সন্ত্রাসীরা বিএনপি সমর্থিত সন্ত্রাসী বাহিনী। বয়রা ও বটতলা এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। খুনীরা এলাকার বাসিন্দাদের ঈদের আনন্দ উপভোগ করা কেড়ে নিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন