৩৫ বছর ধরে পলাতক আসামি কে গ্রেফতার করেছে র্যাব-৪
রাকিবুল ইসলাম সোহাগ :- ৩৫ বছর ধরে পলাতক দস্যুতা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবদুল মজিদকে মানিকগঞ্জের শিবালয় হতে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
গত ১৯৮৫ সালে ০৩ জন আসামী মানিকগঞ্জ জেলার সদর থানাধীন ছকাই এলাকায় নদীর চরে নির্জন স্থানে দস্যুতার মাধ্যমে একজন কাপড় ব্যবসায়ীর কাছে থাকা কাপড় ও নগদ অর্থ ছিনিয়ে নেয় যার প্রেক্ষিতে উক্ত ব্যবসায়ী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। মামলা রুজুর কয়েকদিনের মধ্যেই আসামি আব্দুল মজিদ পুলিশের হাতে আটক হয়। সে ০৩ মাস ১৬ দিন কারাভোগের পর জামিনে বের হয়ে পলাতক হয় এবং সে আর কখনো বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে আত্মগোপনে চলে যায়। ইতোমধ্যে আসামির অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত বিচারকার্য সম্পন্ন করে আসামি মজিদকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মে ২০২২ তারিখ সকাল ০৮.৩০ সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জের শিবালয় থানাধীন পাটুরিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ৩৫ বছর ধরে পলাতক আসামি আবদুল মজিদ (৬৬), জেলা-মানিকগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মজিদ বিজ্ঞ আদালতের প্রদত্ত সাজা হতে বাঁচার জন্য প্রথমে যশোরে আত্মগোপন করে বসবাস করতে থাকে। প্রায় তিন বছর পর সে তার অবস্থান বদল করে ঝিনাইদহ গিয়ে দুই বছর এবং পরবর্তীতে ঢাকার আমিনবাজার গিয়ে তিন বছর আত্মগোপনে থাকে। ১৯৯২ সালে আসামী মজিদ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করতে থাকে। উক্ত এলাকার লোকজন তাকে মোহাম্মদ ফারুক বেপারী নামে চেনে। সে দীর্ঘ ২৮ বছর যাবত ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো।
পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত আসামীকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন