কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১


আশুলিয়া প্রতিনিধি(রবিউল ইসলাম) - কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১


ঢাকা জেলা সাভারের শিল্পনগরী আশুলিয়ায় একটি বিরিয়ানির হাউজে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর অভিযোগে হোটেল মালিক রাজীব (২২) কে আটক করেছে পুলিশ।


রবিবার (১৫ মে) রাত ১২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫’ থেকে তাকে আটক করেছেন পুলিশ।


আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামে চুন্নু হাওলাদারের ছেলে।


আটক রাজিব বলেন, ”আল্লাহর দান বিরিয়ানি হাউজ ৫ ”এর মালিক তিনি ও তার চাচাতো ভাই স্বজল (২৫)। স্বজল পলাতক রয়েছেন।


স্থানীয়রা  বলেন, বিকালে বাসার জন্য ওই বিরিয়ানি হাউজ থেকে এক ব্যাক্তি বাসায় খাবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যায়।


পরে বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রী ও সন্তান খেলে বমি করে দেয়। বিষয়টি নিয়ে বিরিয়ানি হাউজে এলে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ পেয়ে হোটেলে গেলে তাদের উপর চড়াও হয়ে উঠে মালিক রাজীব ও তার চাচাতো ভাই বিল্লাল (২৫)।


আলমগীর হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, গতকালও খেয়েছে এই বিরিয়ানী হাউজ থেকে৷ ১৮০ টাকা বিল দিয়ে গেছে৷ পরে বাসায় গিয়ে পেটের সমস্যা হয়েছে। এছাড়া মাংসগুলো খেতে গুরুর মাংসের মত মনে হয়নি।


পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশ জানতে পেরে রাতেই ঘটনা স্থলে এসে রাজীবকে আটক করে নিয়ে যায়। সাথে বিরিয়ানির মাংসগুলো পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়।


এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় এ প্রতিবেদককে বলেন, বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার একটি অভিযোগ পেয়ে ঘটনা স্থলে আসি। এসে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।


এসময় তিনি আরও বলেন, বিরিয়ানি হাউজের অপর মালিক স্বজল ও তার চাচাতো ভাই বিল্লাল দুইজন পলাতক রয়েছে৷ এছাড়া মাংসের স্যম্পলগুলো সংগ্রহ করা হয়েছে। পরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24