রংপুরের মিঠাপুকুরে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম,



নিজস্ব প্রতিবেদকঃ

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালে ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের  অভিযোগ উঠেছে রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজারে।এ সময় জন প্রতি ৩০ কেজি চালে ৩ শ টাকা নেওয়ার নিয়ম থাকলেও উনারা অতিরিক্ত ১০ টাকা জনপ্রতি নিচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে আরবিসি নিউজ২৪.কম এর সম্পাদক ফারুক আহমেদ সেখানে অতিরিক্ত টাকা আদায় ও ভুক্তভোগীদের ভিডিও করায় ডিলারের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম সেখানে সাংবাদিককে মারধর করার ও সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালিজ করে। 

আজ (২৬ এপ্রিল ) সকালে ঘটে এই ঘটনা।পরে স্থানীয় লোকজনের কথায়  সাংবাদিক সেখান থেকে অন্য জায়গায় অবস্থান করলে সেখানেও ডিলার মোঃ আলমগীর হোসেন, তার বড় ভাই জাহাঙ্গীর ও আলমগীরের বাবাসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ফারুক আহমেদকে মারতে আসে এবং সবাই অকথ্য ভাষায় গালাগালিজ করতে থাকে। এবং মারার হুমকি দিতে থাকে। 

মিঠাপুকুর উপজেলার ২ নং রাণীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন (পুটু)'র সাথে অতিরিক্ত ১০ টা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ৩ শ টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়ার নিয়ম নেই বলে তিনি জানান।

কয়েজন ভুক্তভোগীর সাথে কথা বললে তারা জানান আমাদের কাছ থেকে ৩ শ টাকা ও সাথে অতিরিক্ত ১০ টাকা করে নিচ্ছে, তবে কেনো নিচ্ছে তা আমরা জানিনা।তবে গতবার আমরা ৩ শ টাকা করে চাল উত্তলণ করেছি।


এমন অভিযোগ উঠেছে মিঠাপুকুর উপজেলার ২ নং রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর বাজারের ডিলার মোঃ আলমগীর হোসেনের  বিরুদ্ধে। তিনি সকলের নিকট অতিরিক্ত টাকা আদায়ের সাথে সাংবাদিক ভিডিও করতে গেলে মারধরের হুমকি ও অকথ্য ভাষায় গালাগালিজ করেন।

পরে মিঠাপুকুর থানার এএসআই মামুন সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০