আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন

নিজস্ব প্রতিনিধি :-আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন। 


গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ০৯•০৪•২০২২ ইং বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন সাভার-আশুলিয়া-ধামরাই শিল্প অঞ্চল কমিটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অফিসে।

উক্ত  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ।

এসময় আলোচনা সভা শেষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন হয়,সভায় শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন" কে আহবায়ক  "নাহিদুল হাসান নয়ন কে "সদস্য সচিব নির্বাচিত করা হয় ।

উক্ত আঞ্চলিক কমিটির যুগ্ন-আহবায়ক হলেন শামীম খান "আব্বাস উদ্দিন, মরিয়ম আক্তার শিউলী, কামরুন নাহার, কবির হোসেন, ইসমাইল হোসেন ঠান্ডু "সারোয়ার হোসেন" শাহাবুদ্দিন দেওয়ান" শাহ আলম হোসাইন "


এসময় আরো নির্বাচিত হন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ"

যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়, আনিসুর রহমান" পারভীন আক্তার "কামরুল ইসলাম মৃধা" ইউসুফ শেখ" নাজমুল হক ইমু, ইমন শিকদার" বাকের শেখ,সোবেদা সরকার আকলিমা,অন্তর রহমান,জাহাঙ্গীর, সহ ৪১ সদস্যের কমিটি  পুনঃগঠন হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হুসাইন "যুগ্ন আহবায়ক "বাহারানে সুলতান বাহার,লাভলী ইয়াসমিন,

এসময়  বক্তারা বলেন শ্রমিক-মালিকের মধ্যে সু সম্পর্ক রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংগঠনিক ও আন্দোলন-সংগ্রাম বেগমান করতে হবে।

২০ রমাযানের ভিতর বোনাস প্রদান সহ ঈদের পূর্বেই সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা  প্রদানের দাবি জানান বক্তারা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০