শরণখোলায় মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া ঘর পেলেন ৫ পরিবার,,,,,



মোঃ মোশাররফ হোসেন মনির স্টাফ রিপোর্টার


বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ঘর পেলোম ৫ পরিবার 


মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় আরও যে ৩৩ হাজার পরিবার নতুন ঘর পেয়েছেন; সে সব পরিবারেরই একজন প্রতিবন্ধী ফিরোজ হাওলাদার।

 

আশ্রয়ণ-২ প্রকল্প থেকে জানানো হয়েছে, এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে।


আজ ২৬/৪/২০২২ ইং তারিখ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করেন।


বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জমিসহ ঘর পেলেন পাঁচ ভূমিহীন পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে এই ঘর হস্থান্তরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।


শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত আকন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান মোঃ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ। প্রধামন্ত্রীর আনুষ্ঠানিক উদ্ধোধনের পরে পাঁচ ভূমিহীন পরিবারের হাতে জমির দলিল, নাম জারি ও খাজনার রশিদসহ ঈদের উপহার সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।


ইউএনও মোঃ নুর ই আলম সিদ্দিকী জানান, উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে জমি ক্রয় করে পাঁচ ভুমিহীন পরিবারকে টিনশেড পাঁকা ঘর নির্মান করে দেয়া হয়েছে। এরপর তাদের পানি ও বিদ্যুতের ব্যাবস্থা করে দেয়া হবে। যাচাই-বাছাই করে যেসব ভূমিহীনকে ঘর দেয়া হয়েছে।উপকার ভোগী ওই গ্রামের মোঃ নুরুল ইসলাম ফরাজির পুত্র লোকমান হোসাই ও তার স্ত্রী মাসুমা বেগম,খেজুরবাড়িয়া গ্রামের মোঃ ইসুফ হাওলাদারের পুত্র মোঃ ফিরোজ হাওলাদার ও তার স্ত্রী মোসাঃ মাহিনুর বেগম, মোঃ হাচেন মাঝির পুত্র মোঃ হালিম মাঝি ও তার স্ত্রী মোসাঃ নুরুন্নাহার, মোঃ আবুল ফকিরের পুত্র সুজন ফকির ও তার স্ত্রী আমেনা বেগম, মোঃ মোতাহার আলী হাওলাদারের পুত্র মোঃ মহিউদ্দিন হাওলাদার ও তার স্ত্রী চম্পা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০