বরগুনার বামনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন





মোঃ সিদ্দিকুর রহমান মান্না (বামনা)বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনায় আজ মঙ্গলবার সকাল১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' প্রতিপাদ্য নিয়ে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি ও ম্যান ফর ম্যানের নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ, বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হোসেন শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, বামনা থানা  উপজেলা তথ্য আপা মোসাঃ রুবিয়ারা খাতুন,  উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন জনি প্রমূখ। 
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল।
উপস্থিত বক্তারা বলেন আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষ্যে এই প্রতিপাদ্যটিকে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে।  নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলা আগামীতে আরো বেগবান হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০