মঠবাড়িয়ায় দ্রুত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ



পঙ্কজ  মিত্র, মঠবা‌ড়িয়া (পি‌রোজপুর) প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুর মঠবাড়িয়ায় দ্রত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ। মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। বুধবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ এর বীর নিবাস পরিদর্শণ করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা উর্মি ভৌমিক। 


এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ঠিকাদার মো. ফিরোজ আহম্মেদ মৃধা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মঠবাড়িয়ায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দে নির্মাণ ১২ টি বীর নিবাস উপহার দিচ্ছেন। 


প্রতিটি ভবনের আয়তন হবে ১৮৩ বর্গফুট। প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি রান্নাঘর এবং ২টি বাথরুম রয়েছে। বীর নিবাস নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24