বাজিতপুরে ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র

মো:মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,

কিশোরগঞ্জের বাজিতপুরে নবুরিয়া গ্রামের মইজউদ্দিনের সন্তান কৃষক কামাল হোসেন তার ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে তোলপার সৃষ্টি করেছেন।



সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে সবুজ ধান গাছের  সীমানা দিয়ে মাঝখানে লালচে-বেগুনি রঙের চারা রোপন করে বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে। সড়কের


পাশেই ধান ক্ষেত। তাই এই বাংলাদেশের মানচিত্র আঁকা ক্ষেত দেখতে প্রতিদিন  শত শত জনগণ এখানে ভীড় করছে।


সবাই ছবি উঠাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে।





কৃষক কামাল হোসেন গণমাধ্যমকে জানানঃ আমার সবচেয়ে বড় পরিচয় আমি কৃষকের সন্তান। শুধু তাই নয়, নবান্ন উৎসবের সময় নানান কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণও করে থাকি। এবার মুজিববর্ষ উপলক্ষে  ধান ক্ষেতে  বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।এ যেন সবুজের মাঝে আরেক বাংলাদেশ।



বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানানঃএটি একটি চমকপ্রদ ঘটনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কৃষকদের জন্যে কাজ করেছেন।তারই ভালোবাসার প্রতিফলন আজ কৃষক কামাল হোসেনের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০