৩০ শে মার্চ ভাষানটেক থানা জাতীয় পার্টির সম্মেলন।



মোঃ সোহেল রানা, 

স্টাফ রিপোর্ট 



মিরপুরের ভাষানটেক থানার ৩ নং বিআরপি 

মার্চ ৩০,রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় জাতীয় পার্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু প্রেসিডিয়াম সদস্য ও আহবায়ক পার্টি মহানগর উত্তর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুল হক চুন্নু এম পি মহাসচিব জাতীয় পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ মশিউর রহমান রাঙ্গা  এম পি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। প্রধান বক্তা মোঃ জাহাঙ্গীর আলম পাঠান ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব,জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর। আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর সকল থানার নেতৃবৃন্দ। এমনকি উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন দুলাল- সদস্য সচিব ভাষানটেক থানা জাতীয় পার্টি, মোঃ আবুল বাশার ভূঞা আহবায়ক ভাষানটেক থানা  জাতীয় পার্টি । 


উক্ত সম্মেলনে  শুরুতেই ছিল জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম এরশাদ রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা হয়।

 

উক্ত সম্মেলন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি এবং সকল নেতৃবৃন্দ   বক্তব্য রাখেন।কিন্তু নেতৃবৃন্দর কন্ঠে একটি কথাই বার বার শোনা গেছে "শান্তির জন্য   পরিবর্তন আর  পরিবর্তনের জন্য জাতীয় পার্টি "।শুধু তাই নয় নেতৃবৃন্দ  বক্তব্য ছিলো নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো দাম নিয়ে কথা। নেতৃবৃন্দ   জনগনকে আশ্বাস দিয়েছেন জাতীয় পার্টির খমতায় আসতে পারলেই কমিয়ে দিবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম।



উক্ত সম্মেলনে আলোচনায়  জন সাধারনের সংখ্যা চোখে পরার মতোই ছিলো।

 সম্মেলন শেষ পর্যায়ে  সঙ্গীত পরিবেশন  এবং পল্লি বন্ধুকে  নিয়স কবিতা আবৃত্তি  দিয়ে শেষ করা হয় 

জাতীয় পার্টির সম্মেলন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০