বিকাশ প্রতারক চক্রের কবলে দারিদ্র পরিবার, থানায় অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি :-
মোবাইল হ্যাকারের কবলে পড়ে সর্ব স্বান্ত দরিদ্র পরিবারের সন্তান মোঃআঃরশিদ শেখ।
গত ২২ মার্চ গভীর রাতে তার চাচাত ভাইয়ের মোবাইল ফোনে কল আসে সে রিসিভ করে জানতে পারে তার মোবাইলে করোনার জন্য ৫২ শত টাকা দেওয়া হবে তবে তার মোবাইলে বিকাশ খোলা কিনা সেটা জানতে চায় সে বলল মোবাইলে বিকাশ খোলা নেই তখন সে বলল আপনি অন্য কারোর কাছে নিয়ে জানা কারণ হ্যাকার বুঝতে পেরেছে ইনি ভালো বোঝে না সে তার চাচাত ভাইয়ের কাছে বলল তার চাচাত ভাই তার বিকাশ নাম্বার টা দিলেন তার পর যা হবার হলো,হ্যাক করে একাউন্টে থাকা নিয়ে গেলো।
এই বিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে কিন্তু দায়িত্ব প্রাপ্ত অফিসার এর কোন কুলো খুঁজে বের করা সম্ভব নয় কারণ হ্যাকারা মৃত্যু ব্যাক্তির আইডি দিয়ে সিম উঠানো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন