মোংলা পৌর এলাকায় বেপরোয়া টাইগার জলিল:থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক

মোংলা পৌর এলাকায় জলিল শিকদার (৩৪) ওরফে টাইগার জলিল নামের এক ব্যক্তি বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে মোংলা মাদ্রাসা রোড এলাকার মৃত আওয়াল শিকদার ওরফে বড়মিয়া’র ছেলে। মোংলায় আওয়ামী লীগের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মিরা তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ দিচ্ছেন। দলীয় কোন পদ পদবী না থাকলেও সম্প্রতি সময়ে শেখ পরিবারের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। 


এছাড়া তিনি সার্বক্ষনিক দু’টি লাইসেন্সকৃত পিস্তল নিয়ে চলাফেরা করেন। তার কর্মকান্ডে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ বিব্রতকর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। একজন গার্মেন্টস ব্যবসায়ী গুলি করে হত্যার হুমকি ও লাঞ্চিতের ঘটনায় মোংলা থানায় টাইগার জলিলের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে পুর্বের একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে। 


অভিযোগের সুত্রে জানা গেছে, গতকাল ১৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে পৌর মেয়র’র সাথে দেখা করতে যান ওই ব্যবসায়ী। এসময় মোংলা পোর্ট পৌরসভার ভেতরে ঢুকে ওই ব্যবসায়ীর ওপরে হামলা চালায় জলিল শিকদারসহ তার অনুসারীরা। উপস্থিত লোকজনের বাঁধার মুখে তিনি রক্ষা পান। তবে মোঃ ওবাইদুল ইসলামকে গুলি করে হত্যার হুমকী দেয় টাইগার জলিল। এঘটনায় ওই ব্যবসায়ী আইনগত সহায়তা চেয়ে ১৬ মার্চ মোংলা থানায় একটি লিখিত অভিযোগ করেন (নং ১৬/৩)। 


এবিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বালেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০