শ্রম আদালতে ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পতির দাবীতে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :- শ্রম আদালত কার্যকর এবং ১৫০দিনের মধ্যে দায়েরকৃত মামলা নিষ্পত্তি না হলে ৩০মার্চ ২০২২ ঢাকায় শ্রম আদালতের সামনে অবস্থান ও শ্রমমন্ত্রীর স্মারকলিপি পেশ করা হবে। 

আজ ১৫ ই মার্চ ২০২২রোজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আদালত কার্যকর সহ ১৫০  দিনের মধ্যে দায়েরকৃত মামলা নিস্পত্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় 

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক  সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক শ্রমিক নেতা আমিনুল হক আমিন.সভা পরিচালনা করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।


এসময় বক্তব্য রাখেন লাভলী ইয়াসমিন •বাহারানে সুলতান বাহার, মাহাতাব উদ্দিন শহীদ •নুরুল ইসলাম, পারভিন আক্তার •আলামিন সরকার •কামরুন নাহার• তপন সাহা• ইসমাইল হোসেন ঠান্ডু • শামসুল হক• কবির  হোসেন• রাকিবুল ইসলাম সোহাগ• শফিউল আলম, কামরুল ইসলাম, নুরুজ্জামান, প্রমুখ। 


 সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৮ শে মার্চের মধ্যে শ্রম আদালত সমূহ কার্যকর এবং শ্রম আদালত দায়েরকৃত মামলা আইনের বিধান মতে ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির না করা হইলে •আগামী ৩০ শে মার্চ সকাল১১ টায়• আদালতের সামনে অবস্থান ও শ্রম মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে•

 সমাবেশে বক্তারা বলেন, গত দুই বছরে আদালত কার্যকর না থাকায় হাজার হাজার মামলা জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে এভাবে আদালত চলতে থাকলে ২০ বছরেও শ্রমিকরা মামলার ন্যায় বিচার পাবেনা। অনতিবিলম্বে শ্রম আইন বিধানমতে১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির আহ্বান জানানো হয়।


এ সময় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন,গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের নেতা,আনিসুর রহমান,আবু সুফিয়ান,ফরিদা ইয়াসমিন, শাহিদা মজুমদার সুইটি,খাদিজা আক্তার,,সাহালম,আলমগির হোসেন সহ ভুক্তভোগী বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক বৃন্দ।

এসময় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০