ঢাকার ধামরাই শিল্পাঞ্চলে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গনধর্ষন আটক ৫ জন

রাকিবুল ইসলাম সোহাগঃ-  ঢাকার ধামরাইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকা থেকে ৫ জনকে আটক করেছে।আটককৃতরা হলেন- ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে চরডাউটিয়া গ্রামের মো. শহীদ (৪২), ঝালকাঠির মো. মনিরুল ইসলাম মনির (৪০), মো. রাজ্জাক, মো. সোহরাব আলী ও বিকাশ।


পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ মার্চ) বিকেলে চাকরি দেওয়ার কথা বলে শহীদ তার বাড়িতে ওই তরুণীকে ডেকে নিয়ে যায়। সে তাকে বাড়িতে রেখে বাইরে গিয়ে রাত ৯টার সময় কয়েকজন লোক নিয়ে ঘরে ঢুকে। এরপর তারা সবাই মিলে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করেন। পরে ওই তরুণী ধামরাই থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ধর্ষণকারীকে আটক করে।


এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পেয়ে চরডাউটিয়া এলাকা থেকে পাঁচ ধর্ষণকারীকে আটক করা হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24