শ্রমিক হত্যার বিচার ও ক্ষথিপুরনের দাবীতে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নাজমুল হক ইমু :-আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও ক্ষথিপুরনের দাবীতে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের প্রতিবাদ ও মানববন্ধন।

সাভারের আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড কারখানায় আগুনে পুড়ে ৩ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারখানা মালিক ও কলকারখানা পরিদর্শক সহ সংশ্লিষ্ট সকলের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের নেতাকর্মী বৃন্দ।

 এসময় তারা নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনেরও দাবিও জানিয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিকনেতা স্বমনয় পারিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলার প্রতিষ্ঠিতা সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন দেওয়ান,সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন,মানববন্ধন ও প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ।


বৃহস্পতিবার  (৩ রা মার্চ সকাল ১১ ঘটিকায়) আশুলিয়ার জামগড়া  ফ্যান্টাসি কিংডমের গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদ কর্তৃক  আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানান।

এসময় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, রানা প্লাজা, তাজরীন, টাম্পাকোর পর আবারও মালিকের অতি মুনাফার লোভ ও রাষ্ট্রের অবহেলার নির্মম শিকার হলেন ৩ জন অপ্রাপ্ত বয়স্ক শ্রমিক। অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না, জরুরি বহিঃনির্গমণের জন্য ভবনে যেখানে ৪টি সিঁড়ি থাকার কথা সেখানে ছিল মাত্র ২টি সিড়ি, গেট খোলা থাকার কথা থাকলেও গেট ছিলো তালা বদ্ধ, গেট খোলা থাকলে হয়ত এসকল শ্রমিক বাঁচতে পারত।মালিকের অব্যবস্থাপনা দায়ী অনতিবিলম্বে মালিক গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুশিয়ারী প্রদান করেন।


এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির হোসেন বলেন, শিশুশ্রম নিষিদ্ধ থাকার পরও আইনের তোয়াক্কা না  করে কারখানাটিতে ১২ বছর থেকে ১৭ বছর পর্যন্ত শিশু-কিশোর শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এত সব অনিয়ম দেখার দায়িত্ব ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কল-কারখানা পরিদর্শন অফিসের। অথচ তারা কারখানা পরিদর্শন করেনি। ফলে এটি একটি রাষ্ট্রীয় অবহেলাজনিত কাঠামোগত হত্যাকাণ্ড আমরা এর বিচারের দাবী করছি।



গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির আহবায়ক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, অবিলম্বে শ্রমিক হত্যার দায়ে কারখানা মালিক সহ সংশ্লিষ্ট কারখানা পরিদর্শকসহ দায়ীদের গ্রেফতার, বিচার এবং নিহত সকল শ্রমিককে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। অন্যথায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদে উদ্যোগে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের কেন্দ্রীয় নেতা মাহাতাব উদ্দিন শহিদ,শ্রমিক নেত্রী কামরুন্নাহার, মরিয়ম আক্তার শিউলি,ও আঞ্চলিক কমিটির নেতা ইসমাইল হোসেন ঠান্ডু,অরবিন্দু ব্যাপারি বিন্দু,কামরুল ইসলাম,আলমগির শেখ লালন,আনিসুর রহমান,নাজমুল হক ইমু, হাসমত মন্ডল,রোকসানা আক্তার,আল মামুন মন্ডল, সোবেদা সরকার আকলিমা, ইউসুফ শেখ,নাইম খান,রুহুল আমিন,রাজু,শফিউল আলম,সালাউদ্দিন কামরুজ্জামান, সহ অন্যানো নেতাকর্মী বৃন্দ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০