আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমন্বয় পরিষদের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

 রাকিবুল ইসলাম সোহাগ :-আশুলিয়া প্রেসক্লাবে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটি।


আজ অমর একুশে ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটি।

এসময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ, বিশিষ্ট শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু,কামরুল ইসলাম মৃধা, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম শামীম, আলমগীর হোসেন, তানিয়া আক্তার,সাবেক সদস্য সচিব অরবিন্দু বেপারী বিন্দু সহ অন্যানো নেতাকর্মী বৃন্দ।


এসময় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন সকল ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে বলেন বায়ান্নোর এই মাসে সালাম সফিক রফিক বরকত সহ যারা আমাদের এই ভাষার জন্য শহীদ হয়েছেন আমরা তাদেরকে গার্মেন্টস  শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সকল ক্ষেত্রে বাংলা ভাষার সঠিক প্রয়োগের দাবি জানাচ্ছি।



এসময় অপর শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু বলেন বায়ান্নর ভাষা আন্দোলনের মতো আমরাও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে যাচ্ছি আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলা ভাষা ব্যবহারের সঠিক তদারকির দাবি করছি এবং যারা বাংলা ভাষা ব্যবহার না করে ইংরেজি শব্দ ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান এই শ্রমিক নেতা। 


এ সময় শ্রমিকনেতা কামরুল ইসলাম মৃধা বলেন,বায়ান্নোর এই আন্দোলন এখনো চলছে ভাষা শহীদদের স্মরণে আমরা সর্বদাই প্রতি বছরই এই দিবসটি পালন করি আসুন আমরা বাংলা ভাষার সঠিক ব্যবহার করি এবং জাতীয় ভাষা বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা এই ভাষা কে আমরা সর্বদাই সকলে সম্মানের সহিত আমরা এই ভাষা দিবস পালন করি।


    বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন 

একই সময় সাভার হেময়েতপুরে গার্মেন্টস শ্রমিক সমন্নয় পরিষদের কেন্দ্রীয় নেত্রী ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক কামরুন্নাহারের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা করা হয়, এ সময় তিনি বলেন, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি আমরা এবং যে সকল ভাষার সৈনিকরা এখনো বেঁচে আছে তাদেরও দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করি, এবং বর্তমান সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা সহ কর্ম ক্ষেত্রে শ্রমিকদের চাকুরীর নিরাপত্তা নিশ্চিত ও সুচিকিতসার দাবি জানিয়েছেন তিনি।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24