আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, নিহত ৩ শ্রমিক আহত অনেকে মালিক সহ সংশ্লিষ্টদের গ্রেফতার দাবী জানিয়েছে শ্রমিকনেতা রাকিবুল ইসলাম সোহাগ

মোঃ আনোয়ার(আশুলিয়া প্রতিনিধি)- আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, নিহত ৩ শ্রমিক আহত অনেকে মালিক সহ সংশ্লিষ্টদের গ্রেফতার দাবী জানিয়েছে শ্রমিকনেতা রাকিবুল ইসলাম সোহাগ।


ঢাকার  আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকায় ইউনি ওয়ার্ল্ড-টু নামক জুতা তৈরির কারখানায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ওই জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডের ওই কারখানার ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া কারখানায় আরও লাশ আছে কি-না সন্ধান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ওই কারখানায় ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার, টঙ্গী ও সদরদফতরের আরও চার ইউনিট যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 আগুন লাগার পরপরই কারখানার ভেতরে আটকা পড়েন কয়েকজন শ্রমিক। এখন পর্যন্ত ভেতর থেকে এক নারীসহ তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অগ্নিকাণ্ডে ওই কারখানার আরও প্রায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে আরও লাশ আছে কি-না সে বিষয়ে নিশ্চিত না হওয়ার কারণে এখনও তল্লাশি চালানো হচ্ছে।


এ বিষয়ে গার্মেন্টস টেইলার্স শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ বলেন,প্রশাসনের নাকের ডগায় কি করে এই জুতার কারখানা চলছিল শ্রমঅধিদপ্তর সহ অন্যানো প্রশাসনের লোকজন কি করছিল এতদিন। এভাবে শ্রমিক মারা যাবে আর ২৫ হাজার টাকা দিবেন নামমাত্র ক্ষতি পুরন দিলেই কি সব সমাধান এভাবে আর ছাড় নয়। আমরা কারখানার মালিক সহ কারখানা চালাতে যে সকল সংস্থা  তাদের সকলের গ্রেফতারের দাবী জানাই,সেই সাথে ঐ এলাকার কর্মরত শ্রম পরিদর্শকের গ্রেফতারের দাবি করছি, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো আশুলিয়া শিল্পাঞ্চল সহ সারাদেশে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24