পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশনা

রাকিবুল ইসলাম সোহাগ:-পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশনা।



সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে পুলিশ সদরদপ্তর,সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সদস্যদের ভেবেচিন্তে ও সতর্কতার সঙ্গে মন্তব্য করার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর,সেই সাথে অতিগুরুত্বপূর্ণ এবং গোপনীয় কোনো দাপ্তরিক তথ্য ই-মেইলের মাধ্যমে আদান–প্রদান করতে সদস্যদের নিরুৎসাহিত করা হয়েছে,এছাড়া, বিশেষ অনুমতি ছাড়া একই সময়ে একজন পুলিশ সদস্যকে মুঠোফোনের দুটির বেশি সিম ব্যবহার করতেও নিরুৎসাহিত করা হয়েছে।


তথ্য আদান প্রদান কিংবা ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বেশ জনপ্রিয়,তবে, এই মাধ্যমের ভুল ব্যবহার হচ্ছে বেশিরভাগ সময়ই,যাতে সক্রিয় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। 


গত বছর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় ফেসবুক লাইভে আসেন পুলিশ সদস্য গোলাম রাব্বানী। যেখানে, মামুনুল হককে সাংবাদিকদের প্রশ্ন করা নিয়ে আপত্তি তোলেন তিনি,এএসআই পদবির এই পুলিশ সদস্য কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন,তার বক্তব্য দ্রুত ভাইরাল হলে পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


এর আগে, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী একটি ক্লাবের জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন এমন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন পুলিশ পরিদর্শক সাইফুল আমিন,এ ঘটনায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।


বিভিন্ন আলোচিত ঘটনায় পুলিশ সদস্যদের এমন কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়ে একটি নির্দেশনা তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। এতে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে রাষ্ট্র, সরকার, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান, ধর্ম বা অন্য কোনো ব্যক্তি, কিংবা কোন পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন পোস্ট, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।


সেইসাথে, পুলিশের ভাবমূর্তি বজায় রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেয়া হয়েছে। পোশাক পরিহিত অবস্থায় বাহিনীকে হেয় প্রতিপন্ন করে এমন যেকোনো পোস্ট দেয়া বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে। 


এতে বলা হয়েছে, গুজব, ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে পুলিশ সদস্যদের বিরত থাকতে হবে,পাশাপাশি যেকোনো পোস্ট বা ভিডিওতে লাইক, কমেন্টস ও শেয়ার করার আগে অবশ্যই সত্যতা যাচাই করতে হবে।


নির্দেশনায় আরো বলা হয়েছে, এগুলো মেনে না চললে অসদাচরণ এবং অদক্ষতা হিসেবে গণ্য করা হবে এবং সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় এবং প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সদরদপ্তর বলছে, বাহিনীর সদস্যরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে কোনো ধরনের বিচ্যুতির সঙ্গে জড়িয়ে না পড়ে সে দিকে লক্ষ্য রেখেই নির্দেশনা তৈরি ও বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24