কোটচাঁদপুর ধোপবিলা গ্রামের বিদেশ প্রবাসী জাকির হোসেনের মৃত দেহ গ্রামে ফিরেছে আজ।




সেলিম হোসেন ঝিনাইদহ,,থেকে


অভাবের সংসারে আর্থিক সচ্ছলতা আনতে একবুক আশা নিয়ে  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়াপাঁচলিয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের,,,,,,ছেলে জাকির হোসেন ধার দিনা আর জমি জমা বিক্রি করে বিদেশে পারিজমান।

কে জানতো যে জাকির হোসেন এমন মর্মান্তিক শোক ছায়ায় পরিবারের আপন স্বজনদের চোখে জলের ফুয়াড়া এনে দিবে,

উল্লেখ্য জাকির হোসেন গত কয়েক মাস আগে বিদেশে থাকা কালিন সময়ে হৃদ রোগে শ্বাস ক্রিয়া বন্ধ হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন পরোপারে। 

শনিবার বার(১৯/২/২০২২) দিনগত রাত ভোর চাঁরটার জাকির হোসেনের মৃত দেহ ঢাকা থেকে দেশের গ্রামের বাড়িতে এসেছে বলে জানা গেছে।

এদিকে জাকির হোসেনের পরিবার জাকির হোসেনের মৃত্যুর খবর পাবার পর থেকেই শোকে মুর্ষেপড়েছেন, জাকির হোসেন ছিলেন মোঃ তবিবর রহমানের বড়ো ছেলে , ছোট ছেলে মোঃ শাকিল হোসেন।

জাকির হোসেনের মৃত্যুতে ধোপাবিলা গ্রামবাসির মনে নেমে এসেছে গভির শোক ছায়া।

সাংসারিক জীবনে জাকির হোসেন তাঁর স্ত্রী মোছাঃ দানাধার খাতুনের কোলে রেখে গেছেন তিন চাঁর বছর বয়সি ছোট এক পুত্র সন্তান।

জাকির হোসেনের মৃত্যুতে

শোক সন্তপ্ত পরিবারবর্গে প্রতি গভির সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর উপজেলার দোড়া পাঁচলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়াম্যান আব্দুল জলিল ও ধোপাবিলা গ্রামের     বর্তমান ওয়ার্ড মেম্বর মোঃ জিল্লুর রহমান (জুল হক), এছাড়াও গভির সমবেদনা জানিয়ে শোক প্রকাশ প্রকাশ করেছেন হাজরা গ্রামের দুঃখী সাঁইজি আশ্রমের সভাপ্রতি সাঁইজি মোঃ আব্দুল লতিফ সহ আরো অনেক গণ্যমান্য বিশেষ  ব্যক্তিবর্গগণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০