সাভারের বিউটি হত্যার দুই আসামী কে গ্রেপতার করেছে র‍্যাব-৪



নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে বিউটি আক্তার (৩৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 


উক্ত ঘটনায় ঢাকার সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা  হলে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ঢাকা জেলার আশুলিয়ায় র‌্যাব-৪ এর চৌকস আভিযানিক দলের সাঁড়াশি অভিযান পরিচালনা করে।


উক্ত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনপূর্বক নিম্নোক্ত ০২ জন হত্যাকারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।(১) মোঃ রিপন (২৭), জেলা-মৌলভীবাজার। (২) মোঃ সোহান (২০), জেলা-মুন্সিগঞ্জ। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিবরণে র‌্যাব-৪  জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। 


মূলত পারিবারিক দ্ব›দ্ব ও স্বামীর ইন্ধনের কারণে গ্রেফতারকৃত ব্যক্তিদের দ্বারা অন্তঃসত্ত্বা বিউটিকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে হত্যা করা হয়। নিহত বিউটি আক্তার সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চরপালাগাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা এবং সাভারের তেতুঁলঝোড়া এলাকার একটি বাসায় একাই ভাড়া করে থাকতেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রমের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ধরনের নৃসংশ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০