কে এই মহিষী নারী শ্রমিকনেত্রী কামরুন্নাহার

 রাকিবুল ইসলাম সোহাগঃ-,


কে এই মহিষী নারী শ্রমিক নেত্রী কামরুন নাহার জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় জন্মগ্রহণ করা এই শ্রমিক নেত্রী চলে আসেন সাভারে হেমায়েতপুরে পরবর্তীতে তিনি ১৯৯৩ সালের আগস্ট মাসে মিয়ানি গার্মেন্টসে চাকরি নেন তখন হেলপারের বেতন ছিল খুবই নগণ্য মাত্র ৩০০ টাকা প্রায় এক বছর সেখানে চাকরি করা অবস্থায় সেখানে মাসিক বেতন প্রদান করতো পরবর্তী ২৫ তারিখে শ্রমিকদের তিন মাসের মত ওভারটাইমো হাতে রাখতো পরে পর্যায়ক্রমে শ্রমিকদের সংগঠিত করে আন্দোলন শুরু করলে তার চাকুরি চলে যায় এই মহীয়সী নারী চাকরি নেন আবার ইসলাম গ্রুপের সেখানে চাকরিরত অবস্থায় শ্রমিকনেত্রী সাহিদা সরকারের সাথে তার পরিচয় হয় এরপরই শুরু শ্রমিক সংগঠনের ও ফেডারেশনে পথ চলা শ্রমিকদের অধিকার আদায় করতে যেয়ে সেখানেও তিনি চাকরীচ্যুত হন। চাকরি যাওয়ার কারণ তিনি মে দিবসের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল সে ছবি পত্রিকায় ছাপা হয়েছিল। পরে রামপুরা এলাকায় তিনি চাকরি নেন সেখানেও তিনি চাকরি করে শ্রমিকদের সংগঠিত করেন সেখানেও তার চাকরি চলে যায়।

১৯৯৪ সালের ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কারখানার গেটের মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি পর্যায়ক্রমে তারই নেতৃত্বে নিউমার্কেট মালিবাগ রেলগেট রামপুরা টিভি সেন্টার হাতিরপুল কমলাপুর সহ অনেক জায়গায় তার নেতৃত্বে আন্দোলন ও সংগ্রাম ছড়িয়ে যায় দাবি ছিল শ্রমিকদের ৭ তারিখের ভিতরে বেতন ক্যান্টিন ডে-কেয়ার চিকিৎসাব্যবস্থা সন্তানদের পড়াশোনার খরচ এর ব্যবস্থা করা ইত্যাদি ।

এভাবেই এই  শ্রমিকনেত্রী কামরুন্নাহার একদিন হয়ে ওঠে বিপ্লবী চেতনার ধারাবাহিক একজন পথপ্রদর্শক। 

মোটকথা হাজার ১৯৯৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ আলোড়ন সৃষ্টি করে এই মহীয়সী শ্রমিক নেত্রী কামরুন নাহার!

বিশেষ করে স্পেক্ট্রাম কেটিএস তাজরিন গার্মেন্টস স্মার্ট ফ্যাশন ও রানা প্লাজার শ্রমিকদের অধিকার আদায়ে তার অগ্রণী ভূমিকা ছিল চোখে পড়ার মতো, এসব কারখানায় অন্যান্য শ্রমিক সংগঠনের ভূমিকা ছিল, সবথেকে সক্রিয় ভূমিকা কামরুন্নাহার রাখায় তাকে বিশ্বের কয়েকটি দেশে আমন্ত্রণ জানানো হয় শ্রমিকদের উন্নয়নের পক্ষে কাজ করার জন্য। 

তিনি আরো বলেন আমি এখন বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছি আমার এখন বয়স হয়েছে তবুও যতদিন বাঁচি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24