সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে নৌকা এবং ২ টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী

 সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে নৌকা এবং ২ টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী।


মোঃ নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার জয় হয়েছে এবং ২ টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছে।বুধবার ৫ জানুয়ারি ২০২২ইং ইউপি নির্বাচনে যারা বেসরকারিভাবে বিজয়ী হলেন, ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে ৩য় বারের মতো চেয়ারম্যান হয়েছেন, আওয়ামী লীগের নৌকা মার্কা সৈয়দ আহমেদ মাষ্টার, পাথালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ পারভেজ দেওয়ান নৌকা মার্কা, শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এবি এম আজাহারুল ইসলাম সুরুজ নৌকা মার্কা, আশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ শাহাব উদ্দিন মাদবর নৌকা মার্কা। তবে শাহাব উদ্দিন মাধবর ভোট কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হয়ে আহত হয়েছেন।অন্যদিকে বিজয়ী হলেন, সাভার সদর ইউনিয়নে আওয়ামী লীগের সোহেল রানা নৌকা মার্কা, ভাকুর্তা ইউনিয়নে আওয়ামী লীগের লিয়াকত হোসেন নৌকা মার্কা, আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ রকিব আহমেদ নৌকা মার্কা, বনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সাইফুল ইসলাম নৌকা মার্কা, তেঁতুলঝোড়া ইউনিয়নে চেয়ারম্যান হলেন, ফখরুল আলম সমর বিনা প্রতিদ্ব›িদ্বতায়, কাউন্দিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম খান ঘোড়া মার্কা, বিরুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সেলিম মন্ডল আনারস মার্কা।

আশুলিয়ায় প্রিজাইডিং অফিসারের কক্ষে ব্যালটে সিল মারার অভিযোগ: আশুলিয়া ইউনিয়নে একাধিক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার হারুন অর রশিদের কক্ষে ব্যালট পেপার নিয়ে নৌকাসহ অন্য প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। বুধবার ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে দোসাইদ স্কুল এন্ড কলেজের ১নং নারী কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে দুপুরে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নির্দেশে তাকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে সড়িয়ে দিয়ে আব্দুল কাদেরকে দায়িত্ব দেয়া হয়। এ কেন্দ্রে ইউপি সদস্য পদে ফুটবল মার্কা প্রার্থী মোঃ হেলাল বেপারী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, আমি এই কেন্দ্রে এসে দেখি প্রিজাইডিং অফিসার নিজে ব্যালট বই নিয়ে এসে সিল মারছেন, তার সঙ্গে বহিরাগত আরও কয়েকজন ছিলো।এ সময় তারা ৩টি বই নিয়ে সিল মারছিলো। আশুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র ঘোড়া মার্কা চেয়ারম্যান

প্রার্থী হেলাল উদ্দিন মাদবর অভিযোগ করে বলেন, শাহাব উদ্দিন মাদবর দোসাইদ কেন্দ্রে গিয়ে নিজে সিল মেরে নিয়েছেন নৌকা মার্কায়। এদিকে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা রাজু আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সাংবাদিক, পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও আমি পাইনি, শাহাব উদ্দিন মাদবর তার ইচ্ছামত নৌকা মার্কায় সিল মেরেছে।

এছাড়াও আশুলিয়ার গৌরীপুর এলাকায় দুপুরে ভোট কেন্দ্রে পরিদর্শনে গেলে নৌকা মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাব উদ্দিন মাদবরের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী রাজু আহমেদ ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনাটি জানাজানি হলে নৌকার সমর্থকরাও কেন্দ্রটির সামনে জড়ো হয়ে হট্রগোল শুরু করলে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। এর আগে কাঠগড়া হাইস্কুল কেন্দ্রে অবৈধভাবে সিল মারার সময় সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এছাড়াও আশুলিয়ায় ভোট কারচুপির অভিযোগে ২ জন চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন করার অভিযোগও রয়েছে।

আশুলিয়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের ছোট ভাই মোঃ আশরাফুল উদ্দিন মাদবর আশরাফ গণমাধ্যমকে বলেন, আমার ভাই শাহাব উদ্দিনের উপর হামলা চালিয়ে মারপিট করেছে রাজু আহমেদ ও তার লোকজন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে গেছেন আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনী। তিনি এখন নিরাপদে আছেন বলেও জানান আশরাফ উদ্দিন মাদবর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০