গাজীপুরের জয়দেবপুর হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

মোঃ সোহাগ হোসেন :-


গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকা হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

=============================================   গত ০৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ১৯৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর সাকিনস্থ বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট এর অতিথি ভবনের পশ্চিম পাশে পুকুরের দক্ষিণপাড় সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাইদুল ইসলাম (২২), পিতা-মোঃ শাহে আলম, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন অস্ত্রধারীদের নিকট অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24