গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় সাবেক ভিপি সোহাগ শেখ।
কচুয়া উপজেলা প্রতিনিধি: সোহাগ শেখ
বঙ্গবন্ধু জাতির পিতা
একাত্তরের নায়ক
এদের জুড়ে ছিল তুমি
স্বাধীনতার গায়ক
তোমার ডাকে উঠলো জেগে
লক্ষ কোটি প্রাণ
তুমি দিলে এই জাতিকে
স্বাধীনতার ঘ্রাণ
জাতির পিতা তুমি ছাড়া
এদেশ যেন শূন্য
আসতে যদি আবার ফিরে
আমরা হতাম পূর্ণ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন