কবিতা শেষ প্রহর

 শেষ প্রহর

নাজমুল সাকিব 


আসো যদি ফিরে কখনো, 

দেখবে আমি একা।

তোমার আশায় পথ চেয়ে, 

কাটাই কত বিরহ-ব্যাথা।

সুখ নামের সুখপাখি,

দিয়ে গেছে ফাঁকি। 

তবুও তোমার হারানো স্মৃতি, 

জীবনের পাতায় প্রতিনিয়তই আঁকছি।

আনন্দে আমার যেই মন থাকতো প্রফুল্ল,

অজানা পথে আজ মনটাই বিচলিত। 

যেন উত্তাল সাগরের ঢেউ ভয় লাগে না মনে, 

কেননা,অথৈ জল খেলা করছে দুই নয়নের পানে।

জীবনের শেষ শয্যায় দিন বুঝি যায়-যায়,

ভাঙা মন নতুন আশায় তবুও থাকে তোমার অপেক্ষায়।




সংক্ষিপ্ত সারমর্মঃএখানে কবিতার নাম হচ্ছে 'শেষ প্রহর' বলতেই বোঝা যায় যে, কবির জীবনের অপেক্ষার একেবারে শেষ সময়টার কথা। এছাড়াও কবিতার শব্দের বল থেকে অনুভব করা যায় কবির মনটা বেদনাসিক্ত এবং জর্জরিত।ব্যাথিত মন নিয়ে তিলে তিলে নিজেকে নিঃশেষ করার দ্বারপ্রান্তে এসেও কবি তাঁর প্রিয়জনকে আকুতি আর আর্তনাদে ব্যাথিত সুরে কাছে পাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছেন নিরবধি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24