গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান

নিজস্ব প্রতিনিধি :-


গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান 

একান্ত সাক্ষাৎকারে দৈনিক দেশের বার্তা 24 কে  তিনি বলেন, বর্তমান সময়ে আমার এই  দেশে চাল ডাল সবজি খাদ্যপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের মূল্য দেড় গুণ বেশি হয়েছে। করোনার মহামারীর আঘাতে পোশাক শিল্পের শ্রমিক সহ সাধারন শ্রমজীবী মানুষের আয় কমেছে তারা কাজ হারিয়েছে তাদের আয় কমে যাওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার শ্রমজীবী মানুষদের অনাহার অপুষ্টিতে দিন কাটাতে বাধ্য হচ্ছে। বিভিন্ন সমীক্ষায় বলা হচ্ছে  করোনার দ্বিতীয় ঢেউয়ে এরপর প্রায় সোয়া তিন কোটি লোক নতুন করে দরিদ্রসীমার নিচে নেমে গেছে অথচ বিবিএস বলেছে আমাদের মাথাপিছু আয় ৩২৭ ডলার গত এক বছরে সেটা বৃদ্ধি পেয়েছে ২৫৫৪ ডলারে। এই পরিসংখ্যান প্রমাণ করে অধিকাংশ মানুষের পুষ্টিহীনতার মধ্যে দিয়ে অল্প কিছু মানুষের হাতে সম্পদ পূজিত হচ্ছে। এই এইরূপ পরিস্থিতিতে সরকার  শিল্প উৎপাদন পণ্য পরিবহনএবং কৃষি উৎপাদন সর্বোচ্চ ব্যবহৃত জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের মূল্য ২৩% বাড়িয়েছে আর জ্বালানি তেলের মূল্য ২৩ শতাংশ বাড়ানো হলো বাস ও লঞ্চ ভাড়া যাত্রীপ্রতি ২৭ শতাংশ এবং ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে সরকার শুধুমাত্র ডিজেল চালিত বাসভাড়া ২৩ শতাংশ বৃদ্ধির অনুমতি দিল বাস মালিকরা সকল ক্ষেত্রে ৪০/৫০ শতাংশ পর্যন্ত বর্ধিত ভাড়া আদায় করছে অর্থাৎ তেলের  খরচ  ১০০ টাকা বৃদ্ধির পরিবর্তে পরিবহন মালিকরা ৫৬০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।আর ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির জন্য শুধুমাত্র যাতায়াত ভাড়া নয় প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে যা শ্রমজীবী মানুষদের আরো অসহায় হীনতার দিকে ঠেলে দিবে। তিনি আরো বলেন শিল্পের সুষ্ঠু বিকাশের আবশ্যিক  শর্ত সুস্থ সবল শ্রমিক আর পুষ্টিমানসম্পন্ন খাবার নিশ্চিত করাসহ উন্নত জীবন মান এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সুস্থ সকল শ্রমিকের সরবরাহ অকল্পনীয়। তাই শিল্পের বিকাশের স্বার্থে ই শ্রমিকদের নিম্নতম জীবন মান নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য এবং পরিবহনের বর্ধিত ধারা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নিত্যপণ্যের বাজারমূল্য সাথে সমন্বয় রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে হবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০