কীটনাশকের বোতল, নিষিদ্ধ জাল ও নৌকাজব্দ আটকঃ-২




মোঃ আবুরায়হান ইসলাম,,,বাগেরহাট জেলা প্রতিনিধি,,,


সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ২ ব্যাক্তিকে আটক করেছে বন প্রহরীরা। এসময় এদের কাছ থেকে জব্দকরা হয় দুইটি কীটনাশকের বোতল, নৌকা,নিষিদ্ধ জাল ও ককসেট। 


গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের স্মাট টীম।ওই সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময়  হাতে নাতে আটক করা হয় সাদ্দাম হোসেন(২৬) ও ইয়াসিন শেখ(৩২) নামক দুই ব্যাক্তিকে। আটক দুই ব্যাক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্ধা বলে জানায় বন বিভাগ। সুন্দরবন চাদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এতথ্য নিশ্চিত করে জানান,আটক ব্যাক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে  বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।##

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24