মোংলা বন্দরে আসা মেট্রোরেলের মালামাল খালাস শুরুঃ নৌপথে পাঠানো হচ্ছে ঢাকায়



মোঃআবুরায়হান ইসলাম,,


মংলা উপজেলা প্রতিনিধি,,,, 

ষষ্ট চালানে আসা মোংলা বন্দরে মেট্রোরেলের মালামাল শনিবার(১৩ নভেম্বর) সকাল থেকে খালাস কাজ শুরু হয়েছে।  একই সাথে নৌপথে পাঠানো হচ্ছে ঢাকার দিয়া বাড়ী মেট্রোরেলের ডিপোতে। এর আগে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মেট্ররেলের ওইসব মালামাল নিয়ে পানামা  পতাকাবাহী এমভি ব্রাইট কোরাল জাহাজটি মোংলা বন্দরের  ৯ নম্বর জেটিতে ভিড়ে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট  মের্সাস এনসিএন্ড স্টীমশীপ কোম্পানীর ব্যবস্থাপক অহিদুজ্জামান জানান, এই জাহাজে ৪ বগি ছাড়াও ৪২৩ মেট্রিক টন মেশিনারীজ মালামাল রয়েছে।  এবং ২৪ ঘন্টার মধ্যে জাহাজে থাকা সকল পন্য পল্টুনে  খালাস করে ঢাকায় পাঠানো হবে।


 এর আগে পাঁচটি জাহাজে করে সর্বমোট ৪৪ টি বগি মোংলা বন্দরে মাধ্যমে দেশে আনা হয়।এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে বাস্তবে রুপ নিয়েছে। গত ২৯ আগষ্ট উত্তরা থেকেপল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের বাস্তবে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।  তিনি আরো জানান,সব মিলে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮ টি বগি ও ইঞ্জিন আসবে।##

মোংলা।

১৩-১১-২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০