আশুলিয়া সাংবাদিক সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

 মোঃ সোহাগ:-ঢাকার প্রধান শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া জামগড়া এলাকায়


“আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২১ইং প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ৩০ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেই সাথে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ সাভার ও আশুলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।


গত বুধবার দিবাগত রাতে “আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে জাতীয় দৈনিক বাংলার চোখ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সভাপতিত্বে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় ক্যাফে ঊষা হোটেলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেস ক্লাবের সফল সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন), ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও আশুলিয়া সাংবাদিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ আহমেদ চিশতী, আশুলিয়া সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমু, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক পলাশ সরকার, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম নয়ন, পলাশ হাওলাদার, মোকাম্মেল মোল্লা সাগর, এশিয়ান টিভি’র ক্যামেরাম্যান ও আশুলিয়া প্রেস ক্লাবের সদস্য শাকিল শেখ ও ঢাকা প্রেস ক্লাব ও জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন) বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাসে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। সেই ৩০ লাখ শহীদের তাজা রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বীর বাঙালিরা যার যা কিছু

আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়েন, ৯ মাস যুদ্ধো করে স্বাধীনতা অর্জন করেছেন, তাই আজ আমরা বিজয় দিবস পেয়েছি। বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে
সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এই সাংবাদিক নেতা জহিরুল ইসলাম খাঁন (লিটন)। এ সময় আরও বক্তব্য দেন আশুলিয়া সাংবাদিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ চিশতী, সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ।


সাংবাদিক নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এর আগে স্বাধীনতা যুদ্ধের সময় ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ এবং তিনি কেমন ভালো মনের মানুষ আছিলেন সে বিষয়ে আলোচনা করেন সাংবাদিকরা।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ অনেকেই বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, তা নাহলে হামলা, মামলার শিকার হওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে তাদের। অনেকেই বলেন, আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে চাই, এর জন্য নিজেদের সততা ও একতা, এবং সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার। জানা গেছে, আশুলিয়ার জামগড়ায় সাংবাদিক নেতৃবৃন্দ- মহান বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলো নিয়মিত পালন করে আসছেন, তারা জানান, আগামীতেও এই ধরণের অনুষ্ঠান চলমান থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০