মির্জাগঞ্জে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১১




মোঃ সুজন সিকদার 

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ



পটুয়াখালীর মির্জাগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদার ও তার সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থী দেলোয়ার জোমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 


হামলায় দেলোয়ারসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জনকে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।


হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন পরাজিত মোরগ প্রতীকে প্রার্থী মো. দেলোয়ার জোমাদ্দার(৫০), তার স্বজন মোকলেছ জোমাদ্দার (৪০), আতিকুল ইসলাম (৩৫), মেয়ে মৌ আক্তার (১৮), মারিয়া বেগম (২৩) ও মেহেরুন আক্তার (১৩)।


দেলোয়ার জোমাদ্দার বলেন, মঙ্গলবার দুপুরে ভোট নিয়ে আমার মেয়ে মৌ আক্তারের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থক জিয়ার কথা কাটাকাটি হয়। আমি গিয়ে আমি তাদের থামিয়ে দিয়েছি। বিষয়টি জিয়া বিজয়ী ইউপি সদস্য জুয়েল হাওলাদারকে মুঠোফোনে জানান। এতে জুয়েল ও তার দলবল অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আমাদের পিটিয়ে আহত করে।


তবে বিজয়ী ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদার বলেন, আমার সমর্থক মো. জিয়ার সঙ্গে কথা কাটাকাটির খবর শুনে আমার লোকজন ছুটে যায়। খবর শুনে আমি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।


মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০