লংগদু উপজেলার আকলিমা বেগমসহ ৫ নারী জয়ীতা পুরস্কারে সংবর্ধিত হলো




বিপ্লব ইসলাম, 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি 


 ৯ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন।


রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।


আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলার নারী জাতির পথ প্রর্দশক বেগম রোকেয়া। আর এই মহীয়সী নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তাই নারী সমাজকে আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই। সকল বাধা বিপত্তি ডিঙিয়ে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। এছাড়াও প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে পাঁচজন জয়ীতা নারীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সংবর্ধিত করা হয়।



এর মধ্যে নারী সমাজের উন্নয়নে বিশেষ  ভুমিকা রাখার জন্য এবং

জীবন সংগ্রামে একক লড়াইয়ে একজন সফল নারী হিসেবে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

 লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের (১,২,৩)নং ওয়ার্ডের  দু বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য আকলিমা বেগম জেলা ও উপজেলা পর্যায়ে উক্ত পুরষ্কারে ভুষিত হন।তিনি  নির্যাতিতা নারী কোঠা থেকে উক্ত পদক পেয়েছেন।

আকলিমা বেগম তিন কন্যা সন্তান ও এক পুত্রের জননী।

তার এই অর্জনকে ঘিরে বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছেন তিনি।

তাদের মতে তার এই অর্জন পিছিয়ে পড়া নারী সমাজকে উজ্জীবিত করতে যথেষ্ট ভুমিকা রাখবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০