ঢাকার কামরাঙ্গিচরে অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের ০৭ সদস্য’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

ঢাকা প্রতিনিধি :-



এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারণার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।


গত ১৩/১২/২০২১ ইং তারিখ একজন অভিযোগকারী অধিনায়ক, র‌্যাব-৪ বরাবর অনলাইনে প্রতারণার একটি অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন যে, করোনা কালীন লকডাউনের সময়ে তিনি বাসায় অবস্থান করাকালে অভিযুক্ত মোঃ ইব্রাহিম হাওলাদার জীবন (৪১) এবং তারই মাধ্যমে অভিযুক্ত দেওয়ান মোঃ রফিকুল ইসলাম @ ডিএম রফিক (৩৪) এর সাথে পরিচয় হয়। পরিচয়ের জেরে তারা অভিযোগকারীকে তাদের একটি অনলাইন ব্যবসার কথা বলে এবং ব্যবসায় বিনিয়োগ করলে দিগুণ লাভ পাওয়া যাবে মর্মে জানায়। অভিযোগকারী তাদের ব্যবসা সম্পর্কে জানতে চাইলে তারা পিপিসি গ্যালারী নামের অনলাইনে একটি ব্যবসার কথা বলে। তখন অভিযোগকারী অভিযুক্তদ্বয়ের কথা সরল মনে বিশ্বাস করে অর্থ উপার্জনের আশায় উক্ত অনলাইন ব্যবসায় প্রাথমিক সদস্য হওয়ার জন্য গত ২৭/০৭/২০২১ তারিখ অভিযুক্তদের সাথে দেখা করে এবং চাহিত মতে তাদেরকে প্রথমে নগদ ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে গত ১৪/০৮/২০২১ ইং তারিখ পুনরায় ০২ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে অভিযোগকারী তার বিনিয়োগকৃত টাকা ফেরত চাইলে অভিযুক্তদ্বয় টাকা দেই দিচ্ছি বলে কালক্ষেপন করতে থাকে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।


র‌্যাব-৪ উক্ত অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান করে অদ্য ১৩/১২/২০২১ ইং তারিখ দুপুর ১৩.৫৫ ঘটিকার সময় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানাধীন খালপাড় চৌরাস্তা মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে ০৮ টি মোবাইল ফোন ও নগদ ২৬,৭২১/- টাকা সহ নিন্মোক্ত ০৭ জন সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ 


(১) দেওয়ান মোঃ রফিকুল ইসলাম @ ডিএম রফিক (৩৪), জেলা- ঢাকা।

(২) মোঃ রাসেল (৩১), জেলা- ঢাকা।

(৩) মোঃ ইব্রাহিম হাওলাদার জীবন (৪১), জেলা- ঢাকা

(৪) মোঃ আকাশ (২৪), জেলা- মাদারীপুর

(৫) মোঃ নাজমুল ইসলাম নাদিম (২৪), জেলা- ঢাকা

(৬) মোঃ আব্দুস সালাম (৪৯), জেলা- ঢাকা

(৭) সাকিব প্রামানিক (২৩), জেলা- ফরিদপুর


গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে অল্প বিনিয়োগে অধিক লাভের প্রলোভন দেখিয়ে তাদের ব্যবসা প্রচারের জন্য প্রতারণার লক্ষে নামমাত্র কয়েকটা আইডি খুলে তাদের কাছে রেখে দেয়। এভাবে তারা বহু লোককে আইডি করে দেওয়ার নামে টাকা নেয়। কিন্তু সবাইকে আইডি দেয় নাই। যাদেরকে আইডি দেয় তাদের প্রত্যেকের কাছ থেকে সর্বনিন্ম ১৮০০/- টাকা প্রতারণা পূর্বক নেয় এবং তারা প্রচার করতে থাকে যে প্রতিদিন ০৫ টি বিজ্ঞাপন দেখলে তাদের আইডিতে ২৫ টাকা করে যোগ হবে। আসামীদের নিকট হতে পিপিসি গ্যালারী সম্পর্কে জানতে চাইলে তারা এর নিবন্ধিন বা বৈধ লাইসেন্স কোন সদুত্তর দিতে পারেনি। ধৃত আসামীরা পলাতক আসামী সহ পরষ্পর একই উদ্দেশ্য সাধন কল্পে ডিজিটাল বা ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করে আসছিল।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০