ঝরাজীন্য অবস্থায় রয়ে গেলো পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডের ১১ নং মাতব্বর ঘাট।




(যেন দেখার কেউ নেই)

“সিটি মেয়র মহোদয়ের আশু-দৃষ্টি আকর্ষন”


সৈয়দ মোহাম্মদ কায়সার আসরাফী, চট্টগ্রাম ব্যুরো।


চট্রগ্রামের  পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের অবস্তা  ঝরাজীন্য মৃত্যু ঝুঁকিনি্য়েই নৌ-যাত্রী পারাপার। নগরীর ৪১নং ওয়ার্ডস্থ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থায় নৌ-যাত্রী পারাপারের অভিযোগ পাওয়া গেছে। ইজরাদার মোঃ আনোয়ার, অভিযোগ করে জানান,বিগত প্রায় ৩ বছর আগে রাতের আধারে একটি মালবাহি রাইটার জাহাজের আঘাতে নৌ-ঘাটের বেশ কিছু অংশ ভেঙ্গে নিয়ে নদীর দিকে বিলিন করে দেন।এই ভয়াবহ বিপদ জেনেও যাত্রীসাধারণ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট হয়ে আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার আংশিক এলাকায় নিয়মিত শহরের পথে যাতায়াত করেন হাজারো চাকুরী ও পেশাজীবী লোকজন।এই বিষয়ে ইজরাদার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃপক্ষ কে বার বার জানালেও আজো কোন প্রতিকার পান নি বলে জানান নিয়মিত পারাপার হওয়া জুলদার বাসিন্দা সৈয়দ আহম্মদ জানিয়েছেন্। ঘাটে ৫/৬ টি নৌকা/বোর্ট থাকলেও কর্তৃপক্ষ ঘাটের ঝরাজীন্য অবস্থা ও বড় ধরণের র্দূঘটনার দিকে নজর রেখে সবগুলো বোর্ট চালাতে পারছেনা। সে কারণে দূর্ভোগে পড়তে হয় প্রতিনিয়ত পারাপার হওয়া যাত্রীদের। যা অত্যন্ত কষ্ট দায়ক ও হৃদয় বিদায়ক ঘটনা। এ অবস্থায় মৃত্যুর ঝুঁকিনি্য়েই পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট ধরে প্রতিনিয়তই জীবণ বাজি রেখে কেয়া পার হচ্ছেনআনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার হাজার হাজার বাসিন্দা। তাই পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থার আশু উন্নয়ন ওজরুরী মেরামতের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছেন ইজরাদার মোঃ আনোয়ার, মোঃ আব্দুল করিম, অবঃ নৌ বাহিনী কর্মকর্তা, মোঃ শাহজাহান, মোঃ আইয়ুব, মোঃ আনোয়ার, মোঃ জাহাঙ্গীর, মোঃ রাজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০