বামনায় মুক্তিযুদ্ধাদের মহিলা সংসদ সদস্যের সংবর্ধনা!desher bartha 24




মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বামনায় আজ শুক্রবার বিকালে ৫টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১৫ মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা প্রায় দুইশতাধিক মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. হারুন আর রশিদ এর সভাপতিত্বে সংবধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মিণী  ৩১৫ আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা। সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাবের হোসেন, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার মোঃ জয়নাল আবেদীন, কাঠালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, কাকচিড়া ইউপি চেয়ারম্যান আালাউদ্দিন পল্টু, নাচনাপারা ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়া,   জেলা পরিষদ সদস্য ফৌজিয়া খানম, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম  জমাদ্দার, বামনা  আওয়ামীলীগের সহসভাপতি মোঃ ইউসুফ আলী হাং, গাজী আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সেলিম সরদার, তোফায়েল আহমেদ প্রমূখ। 

মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা।

সংবধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের হাতে ফুল, ক্রেষ্ট ও উপহার সামগ্রিক ও সাবেক সংসদ সদস্য গোলাম সবুর টুলুর নিজের প্রতিষ্ঠিত মধুমতি টাইস এর উপর নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিছবি সম্বলিত টাইলস ও ব্যাজ প্রদান করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০