মির্জাগঞ্জে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে উপজেলা ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি




মোঃ সুজন সিকদার 

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি:


যুব সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। সে জন্য তাদের প্রয়োজন একটি ক্রীড়া সংস্থা ভবন ও ভালো একটি খেলার মাঠ। কিন্তু মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,ডাকঘরের সামনে অবস্থিত ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি সংস্কারের অভাবে প্রায় দেড়যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা ক্রীড়া সংস্থার ভবনটির চতুর্পাশের দেয়ালের প্লাস্টার খসে গিয়েছে। মেঝের সিসি ঢালাই উঠে গিয়ে খানাখন্দে পরিনতি হয়েছে। পাশের দেয়ালে একাধিক বড় ধরনের ফাটল। উপরে টিনের ছাউনির টিন গুলোতে মরিচা ধরে ভেঙেচুরে নড়বড়ে অবস্থা। কাঠের দড়জা জানালা ঘুণপোকায় খেয়ে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। আধাপাকা এ ভবনটির পাশঘেঁষে রয়েছে একটি বড় পুকুর। পুকুরের পাইলিং গুলো ভেঙে গিয়েছে। এমতাবস্থায় ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি যেকোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে এবং সেইসাথে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। খেলোয়াড়,ক্রীড়ামোদী ও সাধারণ জনগণের দাবী,মির্জাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি দ্রুত পুনর্নির্মাণ অথবা সংস্কারের। উপজেলা প্রকৌশলী মো.আজিম উর রশিদ জানান,অল্প সময়ের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি এডিপির প্রকল্প দিয়ে সংস্কারের চিন্তাভাবনা আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০