বামনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা





মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ

 বরগুনার বামনায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, উপজেলা বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না প্রমূখ।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো নিয়ম ছিল না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের সবার অগোচরে তার বড় ভাইয়ের কাছে উর্দূ, বাংলা, আরবী ও ফারসি পড়তে এবং লিখতে শেখেন। তার জীবনে শিক্ষালাভ ও মূল্যবোধ গঠনে তার ভাই ও বড় বোন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে বিহারের ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ে হয়। স্বামীর উৎসাহে ও নিজের আগ্রহে তিনি লেখাপড়ার প্রসার ঘটান। বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বরে মারা যান। বেগম রোকেয়া ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য রচনা হলো-মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ-বাসিনী। এই দিবসটি সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস। আনুষ্ঠান পরিচালনা করেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমির চন্দ্র শীল। অনুষ্ঠান শেষে বামনা উপজেলায় বিভন্ন ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করার জন্য ৫ জন নারীকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরুষ্কার বিতরন করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০