কিশোরগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ লাল-সবুজের পতাকা উড়েছিলো ১৭ ডিসেম্বর(desher bartha 24)



 

কিশোরগঞ্জ প্রতিনিধি: আজ ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। ১৬ ডিসেম্বরের মধ্যেই দেশের বেশির ভাগ জায়গা হয়ে যায় পাকহানাদার মুক্ত হয়েছিল। সারাদেশে যখন চলছিল বিজয়ের আনন্দ মিছিল। তখনও সেই বিজয়ের স্বাদ নিতে পারেনি কিশোরগঞ্জবাসী। 

সেদিনও কিশোরগঞ্জ শহর ছিল স্থানীয় দোসরদের শক্ত ঘাঁটি। কিশোরগঞ্জবাসী বিজয়ের লাল সবুজের পতাকা উড়িয়েছিলো ১৭ ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে ১৯৭১ সালের এই দিনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় স্থানীয় আলবদর-রাজাকারের দল। হানাদার মুক্ত হয়েছিল কিশোরগঞ্জ। ১৬ ডিসেম্বর সারারাত মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণ ও গোলাগুলিতে নিদ্রাহীন রাত কাটায় শহর ও শহরতলীর লোকজন। পরদিন সকালে সে কাঙ্খিত মুহূর্তটি ঘনিয়ে আসে। অবশেষে শহরের চারদিক থেকে চতুর্মুখী আক্রমণ করে ১৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনী হানাদারদের হটিয়ে মুক্ত করে কিশোরগঞ্জকে। উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। বিজয়ের স্বাদ পেয়ে মুক্তিসেনাদের মুখে জয় বাংলা স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। পাকশত্রু মুক্তির সেই আনন্দে শামিল হয় শান্তিপ্রিয় জনতা। স্বজন হারানোর ব্যথা ভুলে হাজার হাজার উৎফুল্ল জনতা নেমে আসে রাজপথে ।বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মভূমি এই কিশোরগঞ্জ। বীর প্রতীক সেতারা বেগম, বীর প্রতীক কর্ণেল হায়দার এবং বীর প্রতীক নূরুল ইসলাম খান পাঠানের বাড়ী এই কিশোরগঞ্জে। তাই কিশোরগঞ্জবাসী গর্বিত। এ অঞ্চলের মানুষ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করে। 

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার ভূপাল নন্দী জানান, ১৭ ডিসেম্বর সকাল ৯ টায় কমান্ডার কবীর উদ্দিন আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল শহরের পূর্ব দিক দিয়ে বিজয় ধ্বনিতে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করে। তারপর শহরের বিভিন্ন প্রবেশ পথ দিয়েও মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে আসতে থাকে। মুক্তিযোদ্ধাদের অভিযানের খবরে মুক্তিকামী জনতাও উল্লাস করে স্বাধীনতার শ্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। শহরের শহীদী মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করে পাকবাহিনীর দোসররা। বীর মুক্তিযোদ্ধা সেনানীদের এ বিজয় চির অম্লান, চিরভাস্বর, চির উন্নত মমশির। "বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি"।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০