মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভারের ১১ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের বাছাই প্রক্রিয়া শুরু

 মোঃ সোহাগ (সাভার)-মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভারের ১১ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের বাছাই প্রক্রিয়া শুরু।


সাভারে প্রথমবারের মতো ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা এবং গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করছে স্থানীয় আওয়ামী লীগ। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে ১১ টি ইউনিয়নের মনোনয়ন প্রস্তাবে গঠনতন্ত্র মেনে নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা সম্পন্ন হয়।



বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ সরকার দলীয় নেতা-কর্মীরা। 



সভায় সাভারের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহন করেন। এসময় আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনে সাভার উপজেলার নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা প্রেরণে তৃণমূল থেকে নাম চাওয়া হয়। এব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রদান করেন।



সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, আমরা গণতান্ত্রিকভাবেই ১১ টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠাবো যেখানে তৃণমূলের নেতা-কর্মীদের পছন্দের বিষয়টি প্রাধান্য পাবে। ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24