পলিথিন রাখার অপরাধে চকবাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা




এস এম কায়সারঃ চট্টগ্রাম 


পলিথিন রাখায় নগরের চকবাজারের (কাঁচাবাজার) দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে গত ১ ডিসেম্বর থেকে কাজীর দেউরী বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারকে পলিথিনমুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ (গতকাল) তিন বাজারেই অভিযান চালানো হয়। কাজীর দেউরী ও কর্ণফুলীতে পলিথিন পাওয়া যায়নি। চকবাজারে দুইজন দোকানদারের কাছে পাওয়া যায়। এদের একজনকে এক হাজার টাকা এবং অপর জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24