রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে ০২ জন অপহরনকারী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
মিরপুর (ঢাকা)
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে ০২ জন অপহরনকারী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব ঘৃণিত অপহরনকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৯ নভেম্বর ২০২১ তারিখ রাত আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় সাভার থানাধীন বলিয়াপুর এলাকা হতে ভিকটিমকে ধৃত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে অপহরন করে নিয়ে যায়। তারা মুক্তিপন হিসেবে ভিকটিমের স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা দাবি করে। ভিকটিমের স্ত্রী টাকা দিতে দেরি হওয়ায় ভিকটিমকে আটক রাখিয়া ব্যাপক ভাবে মারপিট করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। এমনকি তাকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী টাকা নিয়ে হাজির হলে তাকে ৩০ নভেম্বর ২০২১ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় ছেড়ে দেয়। অতপর সমুদয় বিষয়টি উল্লেখ করে ভিকটিম র্যাব-৪ অধিনায়ক বরাবরে একটি অভিযোগ দাখিল করে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল অপহরণচক্রটিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর ২০২১ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিম্নোক্ত অপহরনকারীদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ তাদের নাম মোঃ সুমন শেখ @ খোকন (৩৫), জেলা-গোপালগঞ্জ,মোঃ রাজু (২৫), জেলা-ভোলা।
আসামীদ্বয়দের’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়ে সত্যতা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ হয়ে মোটা অংকের টাকা লাভের আশায় নিরীহ এবং সরল মানুষদেরকে টার্গেট করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তারা এহেন কাজ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপহরনকারীর বিরুদ্ধে র্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন