কটিয়াদীতে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মো


:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটায় প্রতিষ্ঠাতা ও পরিচালক উম্মে বিলকিস কবীর লাকী পরিচালিত গচিহাটা বিদ্যানিকেতন ও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অসুষ্ঠিত হয়েছে।

রবিবার স্কুল সংলগ্ন গচিহাটা বাসষ্ট্যান্ড মোড়ে আনন্দঘন পরিবেশে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাসিনা পারভীন মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ও গচিহাটা বিদ্যানিকেতনের সভাপতি এম হাসান, গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর লাকী, সহযোগী পরিচালক জিল্লুর রহমান মানিক, আবুল কাশেম ও মোতাহার উদ্দিন মামুনসহ অভিভাবক প্রতিনিধিগণ।



আলোচনা পর্ব শেষে নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, একক ও দলীয় নৃত্য ও ফ্যাশন শো’র আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ বলেন মানসম্মত পাঠদানের লক্ষেই গচিহাটা বিদ্যানিকেতনের যাত্রা শুরু। শুরু থেকেই এ প্রতিষ্ঠানটি এলাকার বাসীর নজর কেড়েছে। এলাকার শিক্ষা উন্নয়নে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন

প্রতিষ্ঠাতা পরিচালক উম্মে বিলকিস কবীর বলেন, এখানে ইংরেজী ও বাংলা ভার্সনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। আগামীর জন্য অনুকরণীয় সম্প্রসারনযোগ্য, টেকসই ও সার্বজনীন স্কুলের রূপরেখা তৈরী করা, যেখানে পারস্পরিক ক্রিয়া—প্রতিক্রিয়া, উৎসাহ—উদ্দীপনা ও নিরাপত্তাসহ মানসম্মত একটি শিখন পরিবেশ বজায় থাকবে। আমাদের শিক্ষা কার্যক্রম প্রত্যেকটি শিশুর সুখ আর সামগ্রিক উন্নয়নের লক্ষ সুপরিকল্পিত। আমাদের শিক্ষক শিক্ষার্থীরা পারস্পরিক প্রচেষ্টা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। শিশুদের প্রয়োজন ও চাহিদাকে মাথায় রেখে গচিহাটা বিদ্যানিকেতন একটি পরিকল্পিত ও যোগোপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি আরো বলেন আনন্দময় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের কাছে জগৎকে উন্মোচিত করাই আমাদের মুল লক্ষ। এখানে ইংরেজী ও বাংলা ভার্সনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে । আমাদের পাঠদানের প্রধান কৌশল হলো শিশুদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশ সহায়তা করা এবং আত্ননির্ভরশীল করে গড়ে তোলার পথ সুগম করা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০