তাজরীনের নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।

 আশুলিয়া (ঢাকা) :-


তাজরীনের নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।


আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের নয় বছর পূর্তিতে নিহত শ্রমিকদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।


বুধবার (২৪ নভেম্বর) দিনের প্রথম প্রহরে কারখানার মৃুল ফটকে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ,গার্মেন্টস টেইলার্স টেইলার্স  ওয়ার্কার্স লীগের নেতাকর্মী ও বিভিন্ন  ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নীরবতা পালন করা হয়।


এসময় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসাইন  বলেন, আজ তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের নয় বছর পূর্তি হলো। ওই দিন ১১৪ জন শ্রমিক নিহত হন। আহত হন অনেকে। এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেয়নি সরকার ও বিজিএমইএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় কেন্দ্রীয় নেতা এবং গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে ১১৪ শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার নয় বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়নি। এতে সরকারের সদিচ্ছার অভাব বিষয়টি স্পষ্ট। গত বছর তিন মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনের অর্ধশত শ্রমিক দাবি আদায়ে অনশন করলেও সরকার ও সংশ্লিষ্টরা কর্ণপাত না করে তাদের ওপর পুলিশি হামলা করে সেখান থেকে সরিয়ে দিয়েছে।

অপর একজন শ্রমিক নেতা গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ তিনি বলেন, অবিলম্বে তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। পুড়ে যাওয়া ভবনটি সংস্কার করে কারখানাটি খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক নেতা, নাজমুল হক ইমু, ইসমাইল  হোসেন ঠান্ডু  আলমগীর সেখ লালন, আজিজা সুলতানা মোহাম্মদ কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন,শফিউল আলম,  শিল্পী আক্তার, ইয়াসমিন বেগম, মোহাম্মদ ইউসুফ শেখ, মোহাম্মদ দেলোয়ার হোসেন রানা,রবিউল ইসলাম সুজন , সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। 

শ্রদ্ধাঞ্জলি শেষে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০