তৈলের দাম বৃদ্ধিতে বান্দরবানে সারাদেশের ন্যায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
সেলিম বান্দরবান সংবাদদাতাঃ আজ রোজ শুক্রবার ০৫/১১/২১ ইং।
সারদেশে ডিজেল / কেরসিনের দাম বৃদ্ধির কারনে বান্দরবানে পরিবহণ ধর্মঘট চলছে। বান্দরবান থেকে চট্টগ্রাম / ঢাকা সহ সকল রোডের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া এ সম্পর্কে- বান্দরবান - ঢাকা সমিতির সাবেক সভাপতি " এবং শ্যামলী এসপি পরিবহনের বান্দরবান জি,এম- রফিকুল ইসলাম প্রমুখ বলেন, তেলের অতিরিক্ত দাম বৃদ্ধি , না হয় তেলের দাম কমাতে হবে, না হয় ভাড়া বৃদ্ধি করতে হবে।
আদনান সেলিম- ০১৮৩৬৮৩২৩৬২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন