তৈলের দাম বৃদ্ধিতে বান্দরবানে সারাদেশের ন্যায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে।




সেলিম বান্দরবান সংবাদদাতাঃ আজ রোজ শুক্রবার ০৫/১১/২১ ইং। 

সারদেশে ডিজেল / কেরসিনের দাম বৃদ্ধির কারনে বান্দরবানে পরিবহণ  ধর্মঘট চলছে।  বান্দরবান থেকে চট্টগ্রাম /  ঢাকা সহ সকল রোডের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  তাছাড়া  এ সম্পর্কে- বান্দরবান - ঢাকা সমিতির সাবেক সভাপতি " এবং শ্যামলী এসপি পরিবহনের  বান্দরবান জি,এম-  রফিকুল ইসলাম প্রমুখ  বলেন,  তেলের  অতিরিক্ত দাম বৃদ্ধি ,  না হয় তেলের দাম  কমাতে হবে,  না হয় ভাড়া বৃদ্ধি করতে হবে।

আদনান সেলিম- ০১৮৩৬৮৩২৩৬২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24