বান্দরবানের সর্বস্তরের ছাত্র সমাজ হাফ ভাড়া দাবি করে মানববন্ধন কর্মসূচি পালিত




সেলিম বান্দরবান প্রতিনিধিঃ চট্টগ্রাম,কেরানিহাট,বান্দরবানের সকল ছাত্র- ছাত্রীদের জন্য পরিবহন ভাড়া হাফ করার দাবিতে মানববন্ধন, গণসাক্ষর এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছে বান্দরবানের সকল স্তরের ছাত্রসমাজ। মঙ্গলবার(৩০ নভেম্বর ২০২১) বান্দরবান প্রেস ক্লাবস্থ মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধনটি করা হয়।

এই সময় মানববন্ধনে বিভিন্ন সরকারী স্কুল,কলেজ,পাবলিক বিশ্ববিদ্যালয়,প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।


মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের একটাই দাবী তাদের থেকে যেনো হাফ ভাড়া নেয়া হয়।শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলে,"মানববন্ধনের আগে আমরা বান্দরবান বাস মালিক সমিতির সাথে আমাদের দাবী নিয়ে কথা বলেছি।তবে আমরা তাদের থেকে আশানুরূপ কোন মতামত পায়নি এবং যার কারণে আমরা সবাই আজ মানববন্ধনে একত্রিত "।


পাহাড়ী এই জেলা বান্দরবান থেকে চট্টগ্রাম, কেরানিহাট, চন্দনাইশ এবং পটিয়ার বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে প্রতিদিন প্রায় শতাধিক শিক্ষার্থীর যাতায়াত।একেতো অনেক টাকা খরচ করে বাইরের কলেজ আর বিশ্ববিদ্যালয় গুলোতে গিয়ে পড়ালেখা করতে হয় এর ওপর শিক্ষার্থী হয়েও সাধারণ জনগণ আর চাকুরীজীবিদের মতো এই সমান ভাড়া যেনো রীতিমতো একধরনের জালিয়াতি তাদের কাছে।শিক্ষার্থীরা বলে," হাফ ভাড়া আমাদের ন্যায্য অধিকার।আমরা শিক্ষার্থীরা হাফ ভাড়া দিবে এটাই নিয়ম"।


শুধু মাত্র বাইরের না সদর থেকে একটু দূরে নিজ জেলার স্কুল কলেজ গুলোতে যাতায়াতের সময়ও হাফ ভাড়া নেয়া হয়না বলে বক্তব্যে এমন অভিযোগ তুলে ধরেছে শিক্ষার্থীরা।বান্দরবান বাস মালিক সমিতির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন মতামত পায়নি বলে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা।


মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর  স্মারকলিপি জমা দিতে গেলে মাননীয় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,"অনেক দূরদূরান্ত থেকে আমাদের শিক্ষার্থীরা যাতায়াত করে এবং তাদের থেকে হাফ ভাড়া নেয়াটা বাস মালিক সমিতির একটি মানবিক দায়িত্ব এবং নিয়ম।আমি বান্দরবান বাস মালিক সমিতির সাথে বসে এই বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবো।"


স্মারকলিপি জমা দিতে গিয়ে শিক্ষার্থীরা মাননীয় জেলা প্রশাসককে বলেন," আমরা দরকার হলে দাঁড়িয়ে যাবো ক্লাস করতে তাও যেনো আমাদের থেকে হাফ ভাড়াটা নেওয়া হয়।"

৩০/১১/২০২১ দৈনিক দেশের বার্তা২৪

বান্দরবান -মোঃ  সেলিম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০