ডিমলায় পল্লীশ্রী'র দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।





আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ





নীলফামারীর ডিমলায় শিশু সুরক্ষা, শিশু নিরাপত্তা ও প্রতিবন্ধী অন্তর্ভূক্তী করণ বিষয়ক দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৫ নভেম্বর)বিকেলে এই সমাপনী অনুষ্ঠিত হয়।পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসের হলরুমে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই দুই দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করেন।গত রোববার ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ।ওরিয়েন্টেশনে দুইদিনে পল্লীশ্রী'র কর্মরত এলাকার ৪০ জন সিবিও নেতা অংশ গ্রহণ করেন।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন-পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর তাহমিনা আক্তার।ওরিয়েন্টেশনের অংশগ্রহণকারী সিবিও নেতারা জানান, পুর্বে আমরা প্রশিক্ষণ নিলেও শিশু সুরক্ষা, শিশু নিরাপত্তা ও প্রতিবন্ধী অন্তর্ভূক্তী করণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করে আরও বেশি অভিজ্ঞ হলাম।আশা করি এ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসী সহ অন্যান্যদের সহজেই বোঝাতে আমরা সক্ষম হব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24