প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণ



মোঃ সুজন সিকদার,


মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ



 পটুয়াখালীর মির্জাগঞ্জে কপালভেড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ আল- আমিনের ১৪ শতাংশ জমি জোরপূর্বক ঘর তুলে দখল করার অভিযোগ পাওয়া গেছে।আল আমিন মির্জাগঞ্জ প্রবাসী এশোসিয়োনের  সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক।


এ ঘটনায় ওই এলাকার আঃ রহিম মুসুল্লীর ছেলে মতিউর রহমান (৪৮), ও রুহুল আমিন (৪৫)সহ ৩ জনকে আসামি করে ১৫ নভেম্বর রাতে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন আল- আমিনের স্ত্রী উম্মে হাবিবা খানম।


অভিযোগে সুত্রে জানাজায় মতিউরেরা এলাকায় ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করে না। দীর্ঘদিন যাবৎ আল- আমিনের পৈত্রিক ও ভোগদখলীয় জে এল নং-৩৮ , খতিয়ান নং-৫০, দাগ নং- ৩৭ এর ১৪ শতাংশ সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল।


ওই বিরোধী জমিতে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে জমির মাটি কেটে জমির আকৃত নষ্ট করে জোরপূর্বক ঘর তুলে জমি দখলে নেয়। এতে আল - আমিনের মা, ও স্ত্রী তাদের বাধা দিলে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালি দেয়।


এ বিষয়ে অভিযুক্ত মতিউরের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০